শিরোনাম :
কাশিমপুর মহিলা কারাগারে বন্দীদের ওপর নির্যাতনের অভিযোগ: ৭ কর্মকর্তার নামে। সমাজের অবহেলিতদের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার: আওরঙ্গজেব কামাল” টঙ্গীর কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুনা গ্রেফতার। ভোলা-৪) চরফ্যাশন ও মনপুরা আসনের সংসদ সদস্য হিসাবে মনোনয়ন প্রত্যাশী  মোহাম্মদ  নুরুল ইসলাম নয়নের পথসভা। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান এর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন, পত্রিকার প্রকাশক আছিয়া রহমান। গোদাগাড়ীতে ৪৫০ খাসপুকুরের রিট বাতিল, সরকার পাবে কোটি টাকার রাজস্ব গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি নিযুক্ত হয়েছেন নন্দিত কবি রেজাউদ্দিন স্টালিন । মিরপুর রিপোর্টার্স ক্লাবের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন ও তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠিত

ঝিনাইদহ-৪ আসনে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী ও খুনিকে যেন মনোনয়ন দেওয়া না হয়: কালীগঞ্জে বিএনপির সমাবেশে পিতৃহারা জমিলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

আমরা চাঁদাবাজি সন্ত্রাসী দেখতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে গ্রেপ্তার করুন
পুলিশকে মানবিক দেখতে চাই
নেতাকর্মীরা জনগনের পাশেই থাকুন।
….বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের হত্যাকারী এবং কালীগঞ্জ বিএনপি নেতা ইউনুছ আলী ও মোহাব্বত আলী বিশ্বাসের হত্যাকারীদের ফাঁসির দাবিতে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের সরকারী নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি কালীগঞ্জ শহর প্রদক্ষিণ করে আবার সমাবেশস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, সাবেক ছাত্রনেতা বাবলুর রহমান, বিএনপি নেতা আশরাফুজ্জামান লাল, মাজহারুল আনোয়ার প্রিন্স, নিহত দুই বিএনপি নেতার ভাই ইয়াকুব আলী বিশ্বাস, রায়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম রব্বানি, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লান্টু, ব্যবসায়ী নেতা আব্দুল আলীম, বিএনপি নেতা প্রভাষক এমএ মজিদ প্রমুখ। পৌর বিএনপির আহবায়ক আতিয়ার রহমানের সভাপতিত্বে এ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিষ্ট আওয়ামীলীগের সাথে সংগ্রাম করে তার পতন ঘটানো হয়েছে। ছাত্রজনতার তীব্র আন্দোলনে শেখ হাসিনাসহ তার নেতাকর্মীরা পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু তার দোসররা এখনো ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলতে চায়। তারা কাজ করে নিরাপদে ঘরে ফিরতে চায়। আমাদের জননেতা তারেক রহমান সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে। তিনি ঘোষনা দিয়েছেন দেশে চাঁদাবাজি সন্ত্রাস থাকবে না। জুলাই অভুত্থানে সকল হত্যার বিচার করতে হবে। সকল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার বাংলার মানুষ দেখতে চায়। তিনি আরো বলেন, অবিলম্বে কালীগঞ্জে ২ বিএনপি নেতা হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। এসময় তিনি বলেন, আমরা পুলিশকে মানবিক দেখতে চাই। তিনি কালীগঞ্জে দুই বিএনপি নেতা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিও জানান। তিনি আরও বলেন, একজনের ভোট আরেকজনের দেওয়ার কোন সুযোগ নেই। আমরা চাঁদাবাজি সন্ত্রাসী দেখতে চাই না। আজ যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে তাদের গ্রেপ্তার করুন। বিএনপি জনগনের দল, তারেক রহমানের দল, শহীদ জিয়ার দল। তাই বিএনপি নেতাকর্মীদেরকে জনগনের পাশে থাকার আহবান জানান। সমাবেশে কালীগঞ্জে দলীয় প্রতিপক্ষ অস্ত্রধারীদের হাতে খুনের শিকার ইউনুছ হোসেনের মেয়ে জমিলা খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বাবাকে তারই দলের সন্ত্রাসীরা হত্যা করেছে। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার করতে হবে। এসময় তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ঝিনাইদহ-৪ আসনে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী ও খুনিকে যেন মনোনয়ন দেওয়া না হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com