
মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সদর ও শৈলকুপা উপজেলায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার আড়মুখী গ্রামের কৃষক শিমুল বিশ্বাস বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে অন্যদের সঙ্গে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান শিমুল বিশ্বাস।
অপরদিকে, শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের কৃষক হুরমত শেখও মাঠে কাজ করছিলেন। বজ্রপাতে আহত হন তিনি। পরিবারের লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
Leave a Reply