লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিষধর সাপের কামড়ে মোকসেদ আলী (২০) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার নেকমরদ ইউনিয়নের আরাজি চন্দনচহট গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত মোকসেদ আলী আরাজি চন্দনচহট গ্রামের হামিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
এলাকাবাসী ও মৃতের পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন মোকসেদ আলী তার বাবার সঙ্গে তাদের জমিতে পাট কাটতে যায়। আলপথ দিয়ে হাঁটার সময় জমির আলে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ মোকসেদকে ছোবল দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে চাচাতো ভাই ও তার বাবা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply