
নরসিংদীর মাধবদীতে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করা হয়েছে। মাধবদী থানা অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান জানায় গোপন সংবাদের ভিত্তিতে গত কাল গভীর রাতে মাধবদী থানার বথুয়াদি খালপাড় কবরস্থানের পাশে বটতলা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার ইব্রাহিম সহ ৪ জনকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। আটককৃত ডাকাতরা হলো বিরিকান্দী গ্রামের আ: মতিনের ছেলে ডাকাত সর্দার ইব্রাহিম(৩৫), আড়াইহাজারের পাঁচবাড়িয়া কালু মিয়ার ছেলে রনি ওরফে ওয়াহেদ(৪০), ব্রাক্ষণ ডৌকাদী গ্রামের আব্দুল বাতেনের ছেলে আনোয়ার হোসেন(৪০), চাঁনগাও উত্তরপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে আল আমিন(২৪)। তাদের বিরোদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। আটককৃত ডাকাতদের কাছ থেকে ৫টি ককটেল, ১টি রাম দা, ১টি ছোড়া, ১টি কাটার উদ্ধার করা হয়।
 
                                                
Leave a Reply