
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বুধবার রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্পের সার্বিক অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দেশের আরএমজি খাতের বর্তমান অবস্থা, টেকসই উন্নয়ন ও বাজার প্রতিযোগিতা ধরে রাখতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন। সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “বাংলাদেশের পোশাক শিল্প এখন মান, পরিবেশবান্ধবতা ও টেকসই উৎপাদনে বিশ্বের অন্যতম রোল মডেল। আমরা নন-কটন গার্মেন্টস, ডিকার্বনাইজেশন এবং বৈচিত্র্যময় পণ্যে বিনিয়োগ বাড়াচ্ছি, যাতে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করা যায়।” জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশের আরএমজি খাতের অগ্রগতির প্রশংসা করে বলেন, জার্মানি সবসময় বাংলাদেশের টেকসই উন্নয়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং শ্রমিক কল্যাণে সহযোগী হিসেবে থাকবে। তিনি আরও বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উত্তরণ পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়নের বাজারে GSP+ সুবিধা অব্যাহত রাখতে জার্মানির সমর্থন থাকবে। বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উপায় নিয়েও আলোচনা করেন। এ সময় বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বাবলু, সহ-সভাপতি (অর্থ) মিজান আর. এফ. পিবি, সহ-সভাপতি শেহাব উদ্দুজ্জামান চৌধুরী, পরিচালক শাহ রাইদ চৌধুরী, নাফিস-উদ-দৌলা, ফাহিমা আক্তার, রুমানা রশিদ, মোহাম্মদ সোহেলসহ সংগঠনের অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ করার অঙ্গীকার ব্যক্ত করেন উভয়পক্ষ।
Leave a Reply