
স্টাফ রিপোর্টার: সৈয়দ উসামা বিন শিহাব
ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫:
বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শাহবাগে মাথায় কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি শেষে তারা দেশব্যাপী মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। একইসঙ্গে জেলা ও উপজেলা সদরগুলোতেও একই ধরণের কর্মসূচি পালনের কথা জানান শিক্ষক নেতারা।
এর আগের দিন, সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে আসন্ন কর্মসূচির ইঙ্গিত দিয়েছিলেন তারা। শিক্ষক নেতাদের হুঁশিয়ারি—সরকার তিন দফা দাবি বাস্তবায়ন না করলে তারা শ্রেণিকক্ষে ফিরবেন না এবং আন্দোলন আরও জোরদার করা হবে।
শিক্ষক নেতাদের দাবির মধ্যে রয়েছে—
বাড়ি ভাতা ২০ শতাংশে উন্নীত করা
চিকিৎসা ভাতা ১,৫০০ টাকায় বৃদ্ধি
উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করে দ্রুত প্রজ্ঞাপন জারি
তারা বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রয়োজনে তা আরও বিস্তৃত করা হবে।”
রোববার (১৯ অক্টোবর) আন্দোলনের অষ্টম দিনে শিক্ষকরা শিক্ষা ভবনের দিকে “ভুখা মিছিল” নিয়ে অগ্রসর হলে পুলিশি বাধার মুখে পড়েন। পরে শিক্ষক নেতারা অনশন ও সর্বাত্মক কর্মবিরতির কর্মসূচি দেন।
অন্যদিকে, সোমবার সকালে অর্থ বিভাগ বাড়ি ভাতা মাত্র ৫ শতাংশ বৃদ্ধির একটি প্রস্তাবে সম্মতি জানায়। তবে শিক্ষক সংগঠনগুলো এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানান, পূর্ণ দাবিপূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
Leave a Reply