
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দর্শনা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ দুইজন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে দর্শনা বিওপি অধীনস্থ দক্ষিণচাঁদপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—দর্শনা দক্ষিণচাঁদপুরের ফরিদুল ইসলাম ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাজিপোতা এলাকার মাহফুজ আলম। তারা দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত ছিল বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে ১০টি স্বর্ণের বার, তিনটি মোবাইল ফোন ও অন্যান্য ব্যক্তিগত কাগজপত্র জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানা গেছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটি জানায়।
Leave a Reply