দুগাপুর উপজেলার বিজয়পুর বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য কসমেটিক আটক করেন। উদ্বার কৃত কাটুন ভারতীয় পণ্য গুলি বিজয় পুর জিরো পয়েন্টে নিয়ে আসে। সেখান থেকে ট্রাক্টর দিয়ে,
পুটিমারী ভেদীকুড়া বাজারে পাকা রাস্তার মাথায় টাক্সটর হইতে নামিয়ে (বিজিবির),ট্রাকে করে ধোবাউড়া দিয়ে নেত্রকোনা পাঠিয়েছে বলে চারুয়াপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার জানান।
Leave a Reply