সিনিয়র স্টাফ রিপোর্টার
নীলফামারী
দৈনিক মাতৃ জগৎ পত্রিকা
সিনিয়র স্টাফ রিপোর্টার
নীলফামারী। নরসুন্দর যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, ইউনাইটেড জার্নালিস্ট অফ বাংলাদেশ নির্বাহী সদস্য কেন্দ্রীয় কমিটি মীরগঞ্জ হাট জলঢাকা নীলফামারী সফল ব্যবসায়ী,
সাবেক সভাপতি একতা ক্লাব পূর্ব শিমুল বাড়ি মীরগঞ্জ জলঢাকা নীলফামারী, তিনি দীর্ঘদিন থেকে মানুষের সেবায় নিয়োজিত
সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য ওনার কলম থেমে থাকে নি
প্রত্যক্ষদর্শী একজন বলেন তিনি একজন ন্যায় ও নীতি পরান ব্যক্তি
তিনি বাবার তৃতীয় পুত্র সন্তান
বাবার আদর্শে আদর্শিত সন্তান,
গত দু বছর আগে ওনার বাবা মৃত্যুবরণ করেন
বাবা মৃত পুলিন চন্দ্র বিশ্বাস
আদর্শিত ব্যক্তি ছিলেন তিনি কোন অন্যায়ের সাথে আপস করেননি
আশীষ বিশ্বাস (৪৪)মৃত পুলিন বিশ্বাস,বাবা সফল ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত গার্জিয়ান, আজ রাতে রংপুর থেকে নীলফামারী যাওয়ার পথে মোটরসাইকেলে এক্সিডেন্ট করে শরীরের বিভিন্ন অংশে রক্তক্ষরণসহ ক্ষতবিক্ষত হয়ে যায়,
উল্লেখ্য তিনি থেমে থাকেনি এক্সিডেন্ট হওয়ার পরেও তিনি, মোটরসাইকেলের চালনা করে আসেন, নীলফামারী কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন তারপরে তিনি ওখান থেকে
নিজ বাসস্থানে ফিরে যান আপনারা সবাই দোয়া ও আশীর্বাদ করবেন উনি যেন সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারেন
Leave a Reply