ধোবাউড়া-হালুয়াঘাট প্রতিনিধিঃ ফরহাদ মিয়া
ধোবাউড়ায় মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনায় পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল, একাডেমিক সুপারভাইজার নুরুল আমিন, কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনতী রাণী শীলসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়িয়ে দেবে।
Leave a Reply