শিরোনাম :
ময়মনসিংহে দুই পৃথক হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক রায় বগুড়া শেরপুর সীমাবাড়ী ইউনিয়নে যুবদলের ও ছাত্রদলের নির্বাচনী প্রচারণা ঢাকায় বিজিএমইএ কমপ্লেক্সে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিজয়নগরে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগকালে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে বিএনপি। রংপুর মহানগরের বুড়ীরহাটে, রায়হান সিরাজীর নির্বাচনী অফিস মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৬ তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে তানোরে ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন আমজনতার দলকে নিবন্ধনের আহ্বান ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশের তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় যে উন্নয়ন হয়েছে তা আর কেউ করেনি — ভিপি সাইফুল

নবীনগরে বিভিন্ন কাগজ দরপত্রর গুটি বদল করতে গিয়ে ধরা খেল প্রকৌশলী

স্টাফ রিপোর্টার বাহার,,
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৮২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিভিন্ন কাজের দরপত্র লটারি করার সময় উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার গুটি বদল করার অভিযোগ উঠেছে। এক ঠিকাদার হাতেনাতে উপজেলা প্রকৌশলীর এই অনিয়ম ধরে ফেললে অন্যান্য ঠিকাদাররা বিক্ষোভ করে লটারি বয়কট করেন।

রোববার (২১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই ঘটনা ঘটে।

লটারিতে অংশ নেয়া ঠিকাদারদের ভাষ্য, চলতি বছরের প্রথম দিকে নবীনগর উপজেলা প্রকৌশল থেকে ১৫টি প্যাকেজে সড়ক সংস্কার, ঘাটলা নির্মাণ ও কালভার্ট নির্মাণসহ বিভিন্ন কাজের দরপত্র আহ্বান করা হয়। এই কাজের দরপত্র গত ১ ফেব্রুয়ারি লটারির মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান বাছাই করার কথা ছিল। তা পিছিয়ে রোববার (২১ মার্চ) বিকেলে উপজেলা মিলনায়তনে লটারি শুরু হয়। লটারির প্রথমেই উপজেলা চেয়ারম্যান মুনিরুজ্জামান একটি প্যাকেজ চাইলে ঠিকাদাররা সম্মতি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, উপজেলা চেয়ারম্যান মুনিরুজ্জামান মনির, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থিততে লটারি শুরু হয়ে কয়েকটি প্যাকেজে ঠিকাদার নির্ধারিত হয়। এর কিছুক্ষণ পর লটারির একটি গুটি ভেতর থেকে না তুলে পকেট থেকে বের করে লুকিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান উপজেলা প্রকৌশলী নুরুল ইসলামের হাতে দেন। নুরুল ইসলাম লটারির র‍্যান্ডমাইজড গোলক থেকে না তুলে ওই গুটিটির ঠিকাদারের নম্বর প্রকাশ করতে গেলে উপস্থিত ঠিকাদাররা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন।

তারা দরপত্রের লটারির স্থান থেকে বেরিয়ে আসেন এবং লটারি বয়কট করেন। পরে উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর হস্তক্ষেপে ওই গুটির নম্বরটি বাতিল করে পুনরায় লটারি শুরু করা হয়। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে যাওয়া ঠিকাদাররা লটারিতে আর অংশ নেননি।

লটারিতে অংশগ্রহণকারী ঠিকাদার তোফায়েল আহমেদ, দেলোয়ার হোসেন বাহারসহ আরও কয়েকজন ঠিকাদার অভিযোগ করে বলেন, ‘উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোগসাজশে সব অপকর্ম করেন। তার প্রমাণ হাতেনাতে পাওয়া গেল। তারা তাদের পছন্দের ঠিকাদারকে কাজ দিতে এসব অপকর্ম করেন। এর আগেও তারা এমনভাবে অন্য ঠিকাদারদের ঠকিয়েছেন। আমরা এর নিন্দা জানিয়ে আজকে লটারি বয়কট করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আমি টেন্ডার কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলাম। এমন কোনো ঘটনা ঘটেনি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com