শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটই সমাধান : সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ খুনের মামলার দুই আসামি গ্রেফতার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতাল এখন রোল মডেল বরগুনা-১ আসনে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যাস্ত এ্যাড. মোঃ রেজবুল কবির…! নবীনগরে পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্বার আগামীতে শহীদ জিয়ার দল বিএনপিই সরকার গঠন করবে – জনসভায় এস এ সিদ্দিক সাজু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত গলাচিপায় নদী ভাঙনে সড়ক বিলীন হওয়ার শঙ্কায় মানববন্ধন বিজিএমইএ ও স্ট্যানলি স্টেলার বৈঠক: টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতায় অঙ্গীকার রাঙ্গাবালীতে দশ দিনব্যাপী আনসার-বিডিপি প্রশিক্ষণ চলছে

নয় ছাত্রজনতা হত্যা মামলায় বানিয়াচঙ্গর সাবেক ওসি দেলোয়ার হোসেন আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৩ বার পঠিত

মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি। হবিগঞ্জের বানিয়াচংয়ে গত বছরের ৫ আগস্ট নয় ছাত্র জনতাকে গুলি করে হত্যা মামলায় তৎকালীন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন,সাবেক নাইন মার্ডার মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক(ওসি) তদন্ত মো:আবু হানিফ। ১৪ আগষ্ট (বৃহস্পতিবার)তিনি এই প্রতিবেদককে নিশ্চিত করেন বলেন, ১৩ আগষ্ট(বুধবার) রংপুর জেলা ডিবি পুলিশ রংপুর পুলিশের রেঞ্জ অফিসে পরিদর্শক পদে থাকা দেলোয়ার হোসেনকে কর্মস্থল থেকে তাকে আটক করা হয়েছে। সেখান থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যালের নেওয়া হবে বলেও তিনি জানান। উল্লেখ্য,গত বছরের ৫ আগস্ট পর্যন্ত দেলোয়ার বানিয়াচং থানায় পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
ওইদিন বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাগরদিঘীর পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি গ্যানিংগঞ্জ(নতুন বাজার)প্রদক্ষিণ শেষে মিছিলকারী ৮/১০ হাজার লোক বড়বাজার শহীদ মিনারে জড়ো হন। পরে বিক্ষুব্ধ লোকজন মিছিলের একটি অংশ থানার সামনে গেলে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময় পুলিশ রাবার বুলেট,কাঁদানে গ্যাস,সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের গুলিতে ঘটনাস্থলে চারজনসহ সাতজন নিহত হন। তখন চিত্র ধারণ করতে গেলে বিক্ষুব্ধরা এক সাংবাদিককে পিটিয়ে হত্যা করে। পরদিন হাসপাতালে আরেকজন মারা যায়। মোট মৃতের সংখ্যা হয় নয়।
এরপর বিক্ষুব্ধ জনতা থানার উপ-পরিদর্শক (এসআই)সন্তোষ দাসকে উদ্ধারকারী যৌথবাহিনীর হাত থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে।
এই ঘটনায় নয় জন নিহতের পরিবারের পক্ষ থেকে ও থানা পুড়িয়ে সরকারি সবকিছু ধ্বংস করে অস্ত্র গুলাবারুদ লুটপাট এবং এক পুলিশ সদস্য(এসআই) সন্তোষ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে আলাদা একটি মামলা সহ পরপর দু’টি মামলা করা হয়।
পরে পুলিশের গুলিতে নিহত হওয়া সাদিকুল হত্যার অভিযোগ এনে তার ছোট্ট ভাইয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন অফিসার ইনচার্জ(ওসি)দিলোয়ার হোসেন পুলিশ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের লোকদের আসামি করে আরেকটি অভিযোগ দায়ের হয়।
এই অভিযোগ এর পর ২য় দফায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর এর প্রতিনিধিদল বানিয়াচং আসেন। পৃথক পৃথক ভাবে ইতোমধ্য ৩০ জনের অধিক লোকজনের সাক্ষ্য নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com