ঝালকাঠির নলছিটি তালতলা পূজা মন্ডবে করোনা ভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ অক্টোবর (শনিবার) বিকালে শ্রীশ্রী হরি মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জীব মজুমদার সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন নলছিটির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথী ছিলেন ৫নং সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আ: মান্নান সিকদার, মোল্লার হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো: শহীদ উল্লাহ, সুবিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: গিয়াস মাষ্টার, নলছিটি উপজেলা কৃষি ও সমবয় সম্পাদক সাবেক চেয়ারম্যান মো: মিজানুর রহমান ফোরকান, পূজা উদযাপন কমিটির সম্পাদক তপন কুমার দাস, সাবেক ছাত্রলীগ নেতা ও নির্বাহী পরিচালক ভিসিডিস মো: আ: গাফফার খান।
অনুষ্ঠানে শেষে সার্জিক্যাল মাক্স, হেক্সিসলসহ করোনা ভাইরাস সামগ্রী বিতরণ করা হয়।
পূজা মন্ডবের সভাপতি জানান, মাননীয় প্রধানমন্ত্রী পূজামন্ডবে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন ও আইন শৃঙ্খলা, সার্বিক পরিবেশ শান্ত এবং অনুকুলে রয়েছে।
Leave a Reply