
মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :
নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর ৩নং ওয়ার্ডের চারমাথার মোড়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এলাকা ছিল উৎসবমুখর।
সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রাং।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব মোঃ ফরহাদ আলী দেওয়ান শাহিন।
সভায় প্রধান বক্তার বক্তব্য দেন নলডাঙ্গা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব মোঃ শফিকুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জনাব অ্যাড. এম শাখাওয়াত হোসেন এবং যুগ্ম আহবায়ক জনাব মোঃ মাতিনুর রহমান মৃধা।
৩নং ওয়ার্ড বিএনপি, মাধনগর ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে বিভিন্ন স্থান থেকে আগত বিএনপির নেতা-কর্মীরা আগামী জাতীয় নির্বাচনে দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির প্রতিটি কর্মীকে আরও সংগঠিত ও সোচ্চার হতে হবে।
আলোচনা পর্ব শেষে উপস্থিত কার্যকর্তা ও সমর্থকদের মধ্যে গণসংযোগ কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।
Leave a Reply