খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর গলাচিপায় অপারেশন ডেভিল হান্টে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইসরাতুল হাসান রিজভী চৌধুরীকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
আজ (৯ জুলাই) বুধবার বিকালে গলাচিপা পৌরসভার ফিডার রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্রে জানা যায় বিগত ২৬ আগস্ট ২০২২ তারিখ সমগ্র বাংলাদেশে বিএনপি প্রতিবাদ সমাবেশ ঘোষনা করে। তারই অংশ হিসেবে উপজেলা বিএনপি গলাচিপা কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেলে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে অংশগ্রহনকারী বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি, নাশকতা এবং প্রান নাশের লক্ষ্যে আওয়ামীলীগের সন্ত্রাস বাহিনী মিছিলের মধ্যে প্রবেশ করে একাধিক ককটেল বোমার বিস্ফোরণ ঘটায় এবং ধারালো অস্ত্র দিয়ে নেতাকর্মীদের কোপাইয়া রক্তাক্ত জখম করে।
ঘটনার সাথে রিজভী চৌধুরীর জড়িত থাকার যথেষ্ট প্রমান পাওয়ায় তাকে সন্দিগ্ধ হিসেবে গ্রেপ্তার করা হয়। যার গলাচিপা থানার মামলা নাম্বার ১৫/৬২ তারিখ ১০ মার্চ ২০২৫ খ্রি:
রিজভী চৌধুরী গত জুলাই আন্দোলনে সাধারন ছাত্র জনতাকে বাকরুদ্ধ ও দমন পীড়নে অন্যতম ভূমিকা পালন করার তথ্য প্রমান পাওয়া যায়।
গলাচিপা থানা কতৃপক্ষের কাছে জানতে চাইলে তারা জানায় রিজভী চৌধুরীর বিরুদ্ধে এ ছাড়াও বিভিন্ন অভিযোগ রয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে বলে জানা যায়।
Leave a Reply