খন্দকার জলিল – স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর দশমিনায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮মে) দুপুরের পরে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায় ঐ গ্রামের মো: কামাল হাওলাদারের পুত্র মো: কাওসার হাওলাদার ঢাকাতে থাকার সুবাদে ফারজানা আক্তার এর সাথে পরিচয় হয়। এক পর্যায়ে তারা প্রেমে পড়ে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ফারজানা পূর্বের স্বামীকে তালাক দিয়ে দুটি সন্তান রেখে তিন মাস পূর্বে কাওসারকে বিয়ে করে তার গ্রামের বাড়িতে এসে ঘর সংসার আরম্ভ করে।
ঘটনার দিন দুপুরের খাবার খেয়ে কাওসার বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এই সময় স্ত্রী ফারজানা আক্তার কৌশলে কায়সারের চোখ বেঁধে ধারালো ছুরি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেয়। ঐ সময় কাওসার চিৎকার দিলে তার স্ত্রী ফারজানা পালানোর চেষ্টা করে। কাওসারের মা ফারজানাকে দৌড়ে পালাতে দেখে তাকে ধরে আটকে ফেলে।
কাওসার রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলে। এ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।
এ ব্যাপারে কায়সারের কাছে জানতে চাইলে তিনি জানান তার স্ত্রী বাবার বাড়ি রংপুর যাওয়ার বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ফারজানা এ কারনে রাগ করে দুপুরে ভাত খেতে না চাইলেও কাওসার তাকে জোর করে এনে ভাত খাওয়ায়। এরপর কাওসার ফুটবল খেলতে যেতে চাইলে ফারজানা বলে আমি রাতে ঢাকা যাবো আমাকে একঘন্টা সময় দাও। তখন তারা দুজনেই ঘরে চৌকিতে গিয়ে বিশ্রাম নেয়। এরই ফাকে কাওসার ঘুমিয়ে পড়লে এ ঘটনা ঘটে।
ফারজানার কাছে জানতে চাইলে তিনি জানান কাওসার তাকে মারধর করে তালাক দিতে চায়। তাকে সে সহজে ছাড়বে না।
এ সংক্রান্তে দশমিনা থানার অফিসার ইনচার্জ মো: আবদুল আলিম এর কাছে জানতে চাইলে তিনি জানান ঘটনা শুনেছেন তবে লিখিত কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করিবেন।
Leave a Reply