
মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মহানগরীতে পবা থানা পুলিশের অভিযানে অ্যালকোহলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বড় ভালাম (পূর্বপাড়া) এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার হওয়া নারী ফিরোজা বেগম (৪৫)। তিনি পবা থানার বড় ভালাম এলাকার মো. দুলাল হোসেনের স্ত্রী।
পবা থানার অফিসার ইনচার্জ মো. ফরহাদ আলীর তত্ত্বাবধানে এসআই মো. ইকরামুল আলমের নেতৃত্বে একটি পুলিশ টিম শিয়ালবেড় মোড় এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় তারা গোপন সূত্রে জানতে পারেন, ফিরোজা নামে এক নারী তার বাড়িতে অ্যালকোহল বিক্রি করছে।
খবরটি নিশ্চিত হওয়ার পরপরই পুলিশ দ্রুত তার বাড়িতে অভিযান চালায়। সেখানে তল্লাশিতে ৩৫ বোতল দেশি অ্যালকোহল উদ্ধার করা হয় এবং ফিরোজাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
Leave a Reply