স্টাফ রিপোর্টার্সঃ মোঃ নেছার উদ্দিন
আজ শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, “গণহত্যার বিচার না হলে জাতি মুক্তি পাবে না। সংখ্যানুপাতিক (PR) পদ্ধতি ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার প্রধান উপদেষ্টা, আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ (পীর সাহেব কেওড়াবুনিয়া)। তিনি বলেন, “দেশকে সঠিক পথে চালিত করতে হলে প্রয়োজন ন্যায়ভিত্তিক রাষ্ট্র সংস্কার। ইসলামী মূল্যবোধভিত্তিক শাসন ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না।” তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী।
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “প্রতারণামূলক নির্বাচনের মাধ্যমে নয়, বরং PR পদ্ধতির মাধ্যমে সবার মতামত ও অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে স্থায়ী শান্তি আসবে না।”
সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি এবং বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমী। তিনি বলেন, “জনগণের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমরা সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন চাই।”
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আব্দুশ শাকুর।
Leave a Reply