
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের আগ্রাসন বর্বরোচিত হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে আলিরটেক বাজার জামে মসজিদ বিক্ষোভ করেছে শত শত মুসল্লীরা। শুক্রবার (২১ মে) বাদ জুম্মা মুন্সীগঞ্জ আলিরটেক বাজার ৮নং ওয়ার্ড ,চরকেওয়ার ইউনিয়নের সর্বস্তরের জনগণ আলিরটেক বাজার জামে মসজিদের সামন থেকে এ বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি আলিরটেক বাজার সড়ক হয়ে জাজিরা বাজার প্রদক্ষিণ শেষে জাজিরা ব্রিজ সামনে এসে শেষ হয়। বিক্ষোভে মুসল্লীরা পাশাপাশি যোগ দেন।
বিক্ষোভ সমাবেশের বক্তারা বলেন, ইসরাইল একটি বর্বর জাতি তাদের নারকীয় হত্যাযজ্ঞ বিশ্বমানবতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা মুসলিম জাতি হিসাবে ফিলিস্তিনিদের পাশে আছি। মহান রাব্বুল আলামিনের দরবারে ইহুদীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য দোয়া প্রার্থনা করছি। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সার্জেন্ট শহিদুল ফকির, হাফেজ ফজলুল করিম, মোহাম্মদউল্লা, হারুন মাদবর, অপু, মান্নান দেওয়ান, শাহাদাৎ দেওয়ান, উজ্জ্বল ঢালী, জাকির ঢালী, রুবেল দেওয়ান, আরিফ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে ফিলিস্তিনিনের নিরীহ মুসলমানদের জন্য দোয়া করা হয়।
Leave a Reply