বগুড়ার শেরপুরে মাদক বিরোধী অভিযানে ৬ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাইদুল (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। মাইদুল লালমনিরহাট জেলার সদর উপজেলার খাতামারী এলাকার ফজলুল হকের ছেলে।
বুধবার(৭ জুলািই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর উপ-অধিনায়ক (মেজর) মো. মশিউর রহমান। জানাযায়, বুধবার ভোরে শেরপুর উপজেলার গাড়ীদহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গাঁজাসহ গ্রেফতার করে। ওই সময় তার কাছে থাকা মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাইদুলকে গ্রেফতার করা হয়। মাদক মাদক ব্যবসায়ী। শেরপুর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply