
এস এম জসিম বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক জনাব ইউনুচ আহমেদের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ঘটনাটি জানার পর চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), বাঁশখালীকে নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা অনুযায়ী ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে বীর মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ বান্ডেল টিন, নগদ ২০,০০০ টাকা, ২৫ কেজি চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ঘর পুনর্নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার আশ্বাস দেওয়া হয়।
আজ ২৩/১১/২৫ তারিখে চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নিজে বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আহমেদের পরিবার পরিদর্শন করেন। এ সময় তিনি ঘর পুনর্নির্মাণে সহায়তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৭৫,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
জেলা প্রশাসক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে ক্ষতিগ্রস্ত পরিবারের নিয়মিত খোঁজ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন
Leave a Reply