
কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর উদ্যোক্তা পরিচালক, পরিচালনা বোর্ডের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক নার্গিস মান্নান (৭৯)-এর আজ ৩য় মৃত্যুবার্ষিকী। তিনি ২০২২ সালের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) নার্গিস মান্নান ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক। সমাজকল্যাণ, শিক্ষা, দরিদ্র মানুষের সেবা ও মানবিক উদ্যোগে তাঁর অবদান আজও অনুকরণীয় উদাহরণ হয়ে আছে। মানবতার সেবায় তাঁর অক্লান্ত পরিশ্রম ও উদার হৃদয়ের স্মৃতি আজও সবার মনে গভীর শ্রদ্ধার সঙ্গে বেঁচে আছে। তাঁর রুহের মাগফিরাত কামনায় আজ বাদ আসর বারিধারা ডিপ্লোমেটিক জোন জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রচেষ্টা মানবিক সংগঠন এবং শাহজাদপুর, সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছি। আল্লাহ তায়ালা প্রিয় আপাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চতম স্থান দান করুন। আমিন।
Leave a Reply