সিলেটের বিশ্বনাথ উপজেলার সর্বাত্নক লকডাউনের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে দেখা গেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের। দিনভর উপজেলা বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী সদস্য, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
আজ শনিবার ৩ রা জুলাই স্হানীয় উপজেলায় তৃতীয় দিনে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্ন জনকে ৬টি মামলা দেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় সরকার নির্দেশিত স্বাস্হ্যবিধি অমান্য করায় কয়েকজনের কাছ থেকে বিভিন্ন হারে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিমউদ্দিন।
Leave a Reply