গত কাল রাতে নড়াইল জেলার পাংখারচর গ্রামের লোহাগাড়া থানার আজিজ শিকদারের ছেলে ইব্রাহীম(২৬), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মিম(২৬) এর ফোনে ফোনে প্রেমে লিপ্ত হয়ে, মিম(২৬)কে প্রেমের প্রলোভন দেখিয়ে বাড়ী থেকে মোংলা বন্দর নিয়ে আসে, অভয়নগর পুলিশ ফাঁড়ি (শিল্প পুলিশ) ইব্রাহিম শিকদার ২৫, মোংলা বন্দর পৌছানোর পরে, ইব্রাহিম শিকদার২৫, মিম(২৬)কে বিয়ে করতে অস্বীকার করেন, এবং তার সাথে অবৈধ সম্পর্ক করতে জোড় করেন, দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় জনগণ একত্রিত হলে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টা শুনে দুজনকে মোংলা পৌরসভার ভিতর মানবাধিকার নেত্রী সুমি লিলার অফিসে নিয়ে আসে, সেখানে যুবলীগ নেতা মোঃ জলিল শিকদার ও যুবলীগ নেতা সাদ্দাম হোসেন থেকে বিষয়টা সমাধানের চেষ্টা করে ব্যার্থ হয়ে থানা প্রশাসনকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেন, এ বিষয় যুবলীগ নেতা মোঃ জলিল শিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা চেষ্টা করছি যাতে করে ময়েটা ন্যায্য বিচার পায়, আমি আশা করি আমাদের প্রশাসন ও সোচ্চার, তাদের হাতে তুলে দিয়েছি তারা সঠিক বিচার করবেন বলে আশা করছি।
Leave a Reply