
মোঃ মমিনুল ইসলাম, কাশিমপুর প্রতিনিধি গাজীপুর।
গাজীপুর কাশিমপুরের ৪ নং ওয়ার্ড বিএনপি’র বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ০১/১২/২০২৫ইং সন্ধ্যা ৭টার দিকে সারদাগঞ্জ উত্তর পাড়া বিএনপি’র শাখা কার্যালয়ের বিএনপি’র ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া। কাশিমপুর থানা বিএনপির সভাপতি আব্দুল করিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ মোস্তফা প্রমুখ সহ ওয়ার্ডের অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।
নেতারা বলেন, দেশের সংকটময় মুহূর্তে আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে বার্ধক্যজনিত নানা জটিলতা ও রোগের কারণে কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তিনি দেশবাসীর কাছে সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।
নেতারা তাদের দেশনেত্রীর আশুরোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন।
Leave a Reply