শিরোনাম :
চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় এক রাতে প্রায় ৩০০ পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা! বাগান মালিক নিঃস্ব, গ্রামজুড়ে কান্না ও ক্ষোভের ঝড় আনন্দঘন বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক স্বদেশ বিচিত্রা’র অষ্টম তম বর্ষপূর্তি অনুষ্ঠান জলঢাকা ঝোরো বৃষ্টিতে আমন ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি বৈরী আবহাওয়া দু : চিন্তায় দিন গুনছে নীলফামারীর আলু চাষিরা ৮ নভেম্বর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর উত্তর বিএনপির নির্ভরতার প্রতীক মোঃ হায়দার খান নাগর ৩৫ বছর যাবত সেবামুখী নেতৃত্বে কাজ করে যাচ্ছে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে পাঁচ বাচ্চার মর্মান্তিক মৃত্যু। পাবনায় মাদক আসক্ত ছেলের হাতে বাবা খুন বেপরোয়া গতির ছোবলে ঝরলো কিশোর প্রাণ — শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রোহানের মর্মান্তিক মৃত্যু

বেপরোয়া গতির ছোবলে ঝরলো কিশোর প্রাণ — শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রোহানের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক কিশোরের প্রাণ। রোববার (২ নভেম্বর) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রোহান (১৭) নামের এক কিশোর মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। এসময় তার বন্ধু বাদশা (১৮) গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নিহত রোহান উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী গ্রামের লিটন মাহমুদের ছেলে। আহত বাদশা একই উপজেলার গয়হাটা গ্রামের ছানোয়ারের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১টার দিকে রোহান ও বাদশাসহ কয়েকজন বন্ধু তিনটি মোটরসাইকেলে বেপরোয়া গতিতে শাহজাদপুরের দিকে আসছিল। পথে দ্রুতগতিতে একে অপরকে ওভারটেক করতে গিয়ে দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এর মধ্যে একটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। মুহূর্তেই রোহানের নিস্তব্ধ দেহ পড়ে থাকে রক্তে ভেজা মাটিতে। আশপাশের লোকজন ছুটে এসে রোহানকে মৃত অবস্থায় এবং বাদশাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানার এস আই এমদাদ ও হাটিকুমরুল হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক রাখে এবং মোটরসাইকেলটি উদ্ধার করে। হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক মোঃ আরব আলী জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” কিশোর রোহানের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বন্ধুরা হারিয়েছে প্রিয় মুখ, পরিবার হারিয়েছে স্নেহের সন্তান—বেপরোয়া গতির এই এক মুহূর্তের ভুলেই নিভে গেল এক তরতাজা জীবনের প্রদীপ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com