
মোঃ রাশেদ আল শাহরিয়া
(স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া
আজ ১৫ নভেম্বর ২০২৫ ইং সকালে মহানগর প্রভাতী ট্রেনে ঢাকা থেকে আখাউড়া রেলস্টেশনে পৌঁছান। দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নিতে তার এ সফর।
প্রার্থীকে বরণ করতে সকাল থেকেই আখাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী স্টেশন এলাকা ভরে তোলেন। ব্যান্ডপার্টি বাজিয়ে, ফুল ছিটিয়ে, স্লোগানে স্লোগানে তারা মুশফিকুর রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। তার আগমন ঘিরে পুরো স্টেশনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোনয়নপ্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মুসলিম উদ্দিন, নাসির উদ্দিন হাজারী, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, আবুল মনসুর মিশন এবং আলহাজ্ব খন্দকার মোঃ বিল্লাল হোসেনসহ BNP ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।
দলীয় সূত্রে জানা যায়, স্টেশন থেকে মুশফিকুর রহমান সরাসরি কসবার বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ ও কর্মসূচিতে অংশ নেবেন। স্থানীয় নেতাদের মতে, এ প্রচারণা কসবা–আখাউড়ায় নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে তুলবে।
Leave a Reply