শিরোনাম :
ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ চার ফায়ার সার্ভিস কর্মী: দুইজনের অবস্থা সংকটাপন্ন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিগেড কমান্ডারের সাথে সরকারি কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত সৈয়দপুরে মহিলা জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত ডিমলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গাজীপুর মহানগরে নবগঠিত বাসন মেট্রো থানা মহিলা দলের সৌজন্য সাক্ষাৎ নওগাঁর মান্দায় কৃষি কর্মকর্তাকে ম্যানেজ করে সার সিন্ডিগেট মুক্তাগাছায় ৫দফা দাবিতে আদায়ে একই দিনে কর্মসূচি পালন করবে জামায়াত, খেলাফত ও ইসলামী আন্দোলন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত সেনা সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশ সেনাপ্রধান টেকনাফে পাহাড়ে যৌথ অভিযানে ৮৪জন ভিকটিম উদ্ধার ; অস্ত্রসহ আটক-৩,পলাতক-২। কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে হাট সভা লিফলেট বিতরণ

ভারতীয়-১৩০ (একশত ত্রিশ)বোতল মদসহ দুর্গাপুর থানায় গ্রেফতার-২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃমাহবুব আলম সরকার।

নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর উপজেলা-০১নং কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকায় মোঃ জিন্নাহ মিয়া(৬৫) এর পরিত্যক্ত বিল্ডিং এর দক্ষিণ পার্শ্বে শিবগঞ্জ টু ধোবাউড়া’গামী পাকা রাস্তার উপর হইতে আসামি,
১। দেলোয়ার হোসেন শাহিনুর(২৩) পিং মোঃ ইসলাম উদ্দিন সাং পোড়াহাত,
২। মোঃ মোস্তাকিম ফকির(২৪)
পিং খোকন মিয়া সাং পস্তারি উভয় থানা ঈশ্বরগঞ্জ জেলা ময়মনসিংহ।

সহকারী পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পি,পি,এম,নেত্রকোনা সার্কেলের নির্দেশনায় সুসং দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান এর তত্বাবধানে-১৩০(একশত ত্রিশ) বোতল ভারতীয় মদসহ-২(দুই) মাদক কারবারি’কে গ্রেফতার করেছেন দুর্গাপুর থানা পুলিশ।

গতকাল রাত-৯টা-৩০মিঃ সময়ে এস আই জাকির হোসেন এস,আই ওমর ফারুক ইসলাম খাঁন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে-২(দুুই) মাদক কারবারি’কে গ্রেফতার করেন নলজোড়া জিন্নাহ মিয়া এর পরিত্যক্ত বিল্ডিং শিবগঞ্জ টু ধোবাউড়া রাস্তায় পুলিশ সুত্রে জানালায়
৩০-০৫-২০২৫ইং রাত-৯টা-৩০মিঃ।

মাদক কারবারি হেফাজত হইতে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ১৩০ (একশত ত্রিশ) বোতল আমাদনী নিষিদ্ধ ভারতীয় তৈরী মদ উদ্ধার করা হইয়াছে।

যাহার মধ্যে ৪২ (বিয়াল্লিশ) বোতল ROYEL STAG 750ml,

৪৩ (তেতল্লিশ) বোতল MC DOWELLS LUXURY BLENDED WHISKY 750ml,

৩৩ (তেত্রিশ) বোতল AC BLACK PURE GRAIN DELUXE WHISKY 750ml,

মোট (৪২+৪৩+৩৩)=১১৮ (একশত আঠারো) বোতল।

প্রতিটি বোতলের মূল্য অনুমান ৩,০০০/- (তিন হাজার) টাকা করিয়া মোট মূল্য (১১৮X৩,০০০)=৩,৫৪,০০০/- (তিন লক্ষ চুয়ান্ন হাজার) টাকা এবং ১২ (বার) বোতল BLENDERS PRIDE RARE PREMIUM WHISKY 750ml।

যাহার প্রতিটি বোতলের মূল্য অনুমান ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা করিয়া (১২০৫,০০০)=৬০,০০০/- (ষাট হাজার) টাকা। সর্বমোট মদের ওজন (৭৫০এমএল X১৩০বোতল)=৯৭,৫০০ (সাতানব্বই হাজার পাঁচশত) এমএল,

সর্বমোট মূল্য অনুমান (৩,৫৪,০০০+৬০,০০০)=৪,১৪,০০০/- (চার লক্ষ চৌদ্দ হাজার) টাকা।

(খ) একটি পুরাতন নীল রংয়ের পিক-আপ গাড়ী। যাহার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ন-১২-১৫০১, যাহার মূল্য অনুমান ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা উদ্ধারপূর্বক দুর্গাপুর থানা মামলা নং-২২,

তারিখ-৩১/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-25B (1) (b)/25D The Special Powers Act 1974 রুজু করা হইয়াছে, আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইছে বলে জানান থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com