শিরোনাম :
আশুগঞ্জে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার। মনপুরায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ এলাকায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালকসহ (২দুই)জন নিহত । এসএম তরিকুল ইসলাম ফরিদপুর জেলা প্রতিনিধি সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন নবীন প্রজন্মই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে- কফিল উদ্দিন আহমেদ লালমোহনে স্কুলের সোলার ব্যাটারি চুরির ঘটনায় আটক দুই আমতলীতে জামায়াতে ইসলামী’র জনসংযোগ কর্মসূচি বরগুনা-১ আসনের প্রার্থী অধ্যাপক মহিবুল্লাহ হারুনের উপস্থিতি উজানে ভারী বৃষ্টিতে তিস্তার পানি আবারও বাড়ছে আমতলীতে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ফরিদ উদ্দিন মাতুব্বর ও গাজী মোঃ সালাম

ভালুকায় খিরু নদী রক্ষার দাবিতে র‌্যালী ও মানববন্ধন করা হয়

স্টাফ রিপোর্টার,,শাহ সৈয়দ খান
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩১৮ বার পঠিত

আমাদের দেশ নদীমাতৃক দেশ আমাদের এ দেশের নদী কে বাঁচাতে উপরোক্ত কর্মকর্তা এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
ময়মনসিংহের ভালুকায় খিরু নদী রক্ষার দাবিতে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। ভালুকা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত পথসভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে ও সদস্য আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আহবায়ক সহকারী এটর্নি জেনারেল শাহ মোঃ আশারাফুল আলম জর্জ, নুরুল ইসলাম বাদশা, কামরুজ্জামান তুহিন, এআরএম শামছুর রহমান লিটন, জহিরুল আলম ঢালী, গোলাম মোস্তফা খান, ওমর হায়াত খান নঈম, সাদিকুর রহমান তালুকদার, অ্যাডভোকেট আব্দুর রশিদ রতন, মোখলেছুর রহমান মনির, প্রভাষক আফতাব উদ্দীন, ইব্রাহিম খলিল, আরিফা আক্তার, মাহমুদা আক্তার মুন্নি প্রমুখ।
(বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালসহ বক্তারা বলেন, ভালুকার খিরু নদী শিল্পবর্জ্যমুক্ত করে দ্রæত খননের মাধ্যমে নব্যতা বৃদ্ধিসহ জীব বৈচিত্র রক্ষার পাশাপাশি আগামী প্রজন্মকে স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচানোর দাবি করেন মানববন্ধন করা হয়।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com