শিরোনাম :
নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা: গণতন্ত্র টালমাটাল অবস্থায় টঙ্গীতে তুলার গোডাউনে বিশাল অগ্নুৎপাত ভোলায় জলসিঁড়ির জমজমাট ষষ্ঠ আসর অনুষ্ঠিত কসবায় সাংবাদিকদের মিলন মেলা ও বনভোজন: ঐক্যের আহ্বানে এক অনন্য দিন দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভোলার উন্নয়ন ও নাগরিক অধিকারে ঐক্যবদ্ধ নতুন নেতৃত্বের অঙ্গীকার **চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন— “তারেক রহমান জনগণের হৃদয়ের কথা জানেন”** আশুগঞ্জে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট, নিষিদ্ধ আমাদানি ক্রিম, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটি ১/১১ হবে : রাশেদ খান জলঢাকায় বন্ধু মহলের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

মনপুরায় বিএনপি মনোনীত প্রার্থী যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৮ বার পঠিত

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার:

ভোলা-৪ (মনপুরা–চরফ্যাসন) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, “বিএনপি সব মানুষের নিরাপদ আশ্রয়স্থল। দলমত নির্বিশেষে সবাই বিএনপির কাছে নিরাপদ। তবে কোনো চাঁদাবাজ, জুলুমবাজ ও দুর্নীতিবাজের BNP-তে স্থান নেই।” শনিবার দুপুর ১২টায় মনপুরা সদর হাজীরহাট উপজেলা বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান হাওলাদার মনপুরার বিদ্যুৎ সংকট, চিকিৎসা সেবার দুরবস্থা এবং নৌযাতায়াত সমস্যাসহ সার্বিক উন্নয়নের দাবি তুলে ধরলে, এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন বিএনপির মনোনীত প্রার্থী নয়ন। তিনি চরফ্যাসন-মনপুরার উন্নয়নে এক গুচ্ছ পরিকল্পনার কথাও ঘোষণা করেন। এর পাশাপাশি নয়ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে এবং বাড়ি বাড়ি গিয়ে নম্রতার সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বক্তব্যের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, আমি এই মাটির সন্তান। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আপনাদের কাছে আন্তরিকভাবে ভোট চাই। পরে তিনি নিজেই স্লোগান দেন ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলে মিশে, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হউক। গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল সভাপতি এ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স। এ ছাড়া বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আলহাজ্ব আবদুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরীসহ আরও অনেকে। গণসংবর্ধনার শেষে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সাবেক সম্পাদক আবদুল মন্নান হাওলাদার, সহসভাপতি সেলিম মোল্লা, যুবদল আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com