শিরোনাম :
কিশোরগঞ্জের খুদে ফুটবলার জিসানের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশুগঞ্জে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার। মনপুরায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ এলাকায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালকসহ (২দুই)জন নিহত । এসএম তরিকুল ইসলাম ফরিদপুর জেলা প্রতিনিধি সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন নবীন প্রজন্মই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে- কফিল উদ্দিন আহমেদ লালমোহনে স্কুলের সোলার ব্যাটারি চুরির ঘটনায় আটক দুই আমতলীতে জামায়াতে ইসলামী’র জনসংযোগ কর্মসূচি বরগুনা-১ আসনের প্রার্থী অধ্যাপক মহিবুল্লাহ হারুনের উপস্থিতি উজানে ভারী বৃষ্টিতে তিস্তার পানি আবারও বাড়ছে

মনপুরায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।

মনপুরায় সত্য ও বস্তুনিষ্ট এবং নিজের বাবার জমি রক্ষা এবং সংবাদ সংগ্রহের জেরে ক্ষুদ্ধ হয়ে মনপুরায় জনৈক আঃ রব তালুকদার , মোহাম্মদ মেহেদী হাসান নামে এক সংবাদিককে মিথ্যা মামলা দিয়ে  হয়রানির অভিযোগ উঠেছে।
মোহাম্মদ মেহেদী হাসান দৈনিক বরিশাল প্রতিদিন পত্রিকার মনপুরা উপজেলা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল সকালের শিরোনাম, এবং চ্যানেল ভোলা এর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। মোহাম্মদ মেহেদী হাসান ভোলা জেলা মনপুরা উপজেলার ২ নং হাজীরহাট ইউনিয়ন চর ফৈজউদ্দিন ৭ নং ওয়ার্ড এর বাসিন্দা মো:নাজমুল হক হাওলাদারের পুত্র।

সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের  ঘটনায় মনপুরা উপজেলা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিব্বুল্যাহ ইলিয়াছ ও সাধারণ সম্পাদক মোঃ লোকমান খান এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা মনপুরা উপজেলা শাখার সভাপতি মো: লোকমান খান , সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান , স্ব-স্ব সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও কাল্পনিক মামলা অবিলম্বে প্রত্যাহার ও সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসান কে হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

জানা যায়, মনপুরা উপজেলাধীন চর ফৈজউদ্দিন গ্রামের মৃত দেলোয়ার হোসেন হাওলাদারের পুত্র নাজমুল হক হাওলাদার গং এবং মৃত মফিজুর রহমান পাটোয়ারীর পূত্র মুসলিম গং এর বন্দোবস্তীয় মালিকানাধীন অর্ধ কোটি টাকা মূল্যের জমি ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মিয়ার নেতৃত্বে গত ২০০৮ সাল থেকে মৃত সুলতান আহমদের পূত্র আ:রব তালুকদার ও তার দুই ছেলে ফরিদ উদ্দিন ও শহিদ আলম প্রকাশ্য দিবালোকে একদল সন্ত্রাসী নিয়ে  জমি জোর পূর্বক দখল করার চেষ্টা চালায়।
এছাড়াও ৪/২০০৮ সাল থেকে মো:নাজমুল হক এবং চর ফৈজউদ্দিন গ্রামের বাসিন্দা মৃত মফিজুর রহমান পাটোয়ারীর পূত্র মুসলিম এর নামে ২০০৫ -৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক দেড় একর করে বন্দোবস্ত কৃত ৩ একর জমির বিরুদ্ধে ৪/২০০৮, সালে আ:রব তালুকদার বাদী হয়ে দেওয়ানী কোর্টে মামলা দায়ের করে । মো:নাজমুল হক এবং মুসলিম এর বিরুদ্ধে দায়ের কৃত দেওয়ানী মামলায় আ: রব তালুকদারের ১০ হাজার টাকা জরিমানা করে ১৫-৪-১৪ সালে বাদীর মামলা খারিজ করে দেয় দেওয়ানী কোর্টে ।

অতঃপর আঃ রব তালুকদার তাহার ১৫/৪/১৪ তারিখে খারিজ কৃত মামলাটি দেওয়ানী কোটে দেওয়ানী আপিল নং ১৭/১৪ পুনোরায় আপিল রুজু করেন। অত্র দেওয়ানী আপিলটি আদেশ হইলো জে ১৭/১৪ নং মোকদ্দমা টি দোতরফা সুনানী অন্তে না মনজুর করেন। এরপর মনপুরা জজ আদালতে দেওয়ানী ৪/৮ নং মোকদ্দমা বিগত ১৫/৪/১৪ ইং তারিখের রায় এবং বিগত ২২/৪/১৪ তারিখের স্বাক্ষরিত ডিক্রি বহাল ও বলবৎ রাখে।

গত ৭/৮/২০২৫ ইং তারিখে নাজমুল হক এবং মুসলিম এর সরকার কর্তৃক নেওয়া বন্দোবস্ত জমিতে পুনরায় জোর পূর্বক ভাবে চাষাবাদ করার চেষ্টা করে আঃরব তালুকদার এবং তার দুই ছেলে ফরিদ উদ্দিন ও শহিদ আলম। বন্দোবস্ত কৃত মালিক পক্ষের মো: নাজমুল হক হাওলাদারের পূত্র সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসান সেই জমিতে চাষাবাদ বন্ধ করে ট্রাক্টর উঠিয়ে দেওয়ার কারনে সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসানকে ১ নং আসামি করে ৩ জনের বিরুদ্ধে ১২/৮/২৫ তারিখে মনপুরা বিঙ্ঘ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি কাল্পনিক মিথ্যা মামলা এম পি ৬৪/২৫ দায়ের করে।

এই মামলার ২ নং স্বাক্ষী সোহেল মেম্বার সাংবাদিকদের বলেন , আমি আজ প্রায় ৪ মাস মনপুরায় নেই। আর আমি এই মামলার বিষয়ে কিছুই জানিনা।

এই মামলার ৩ নং স্বাক্ষী ট্রাক্টর ড্রাইভার জসিম সাংবাদিকদের বলেন,সেই দিন আমাকে আ: রব তালুকদার বলেন জমি চাষ দিতে হবে। এর পর দুপুরে আমি জমি চাষ দিতে গেলে আমাকে সাংবাদিক মেহেদী গিয়ে ট্রাক্টর বন্ধ করতে। আমি ট্রাক্টর বন্ধ করলে মেহেদী চাবি নিয়ে উপরে আসে। এরপর আমি সাংবাদিক মেহেদীর সাথে কথা বলে চবি নিয়ে নেই। সেই খানে আ:রব তালুকদার এর সাথে সাংবাদিক মেহেদীর কোন কথা বার্তা হয়নি। আ:রব তালুকদার ছিলো জমির এক পাসে সাংবাদিক মেহেদী ছিলো জমির অপর পাসে। তিনি আরও বলেন সেখানে মেহেদীর সাথে তাদের কথাই হয়নাই তাহলে চাঁদা দাবি অথবা মারামারি হবে কি ভাবে।

এই মামলার ৬ নং স্বাক্ষী আঃ হাই সাংবাদিকদের বলেন,আমি আমার জমিনের কাছে ছিলাম আমি দেখতে পাই সাংবাদিক মেহেদী ট্রাক্টর বন্ধ করে চাবি নিয়ে তার চাচার বাসার কাছে এসে দাড়িয়ে আছে। এর পর ট্রাক্টর ড্রাইভার জসিম গিয়ে তার সাথে কথা বলে চাবি নিয়ে চলে আসে। সেখানে কোন মারামারি হয়নাই এবং আঃরব তালুকদার এর সাথে সাংবাদিক মেহেদীর কোন রকম কথা হয় নাই। তাহার দুইজন জমির দুই পাসে ছিলো।

সাংবাদিক মেহেদী হাসান এর নামে দায়ের কৃত মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছে মনপুরা প্রেসক্লাব, মনপুরা রিপোর্টার্স ইউনিটি সহ সকল সাংবাদিক মহল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com