হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর এলজিআরডি সড়কের গাছ কেটে নিলেন মনতলা মাধবপুরে ভূমি অফিসের তহসিলদার কুতুবউদ্দিন। শনিবার ১৯ জুন সকালে উপজেলা ধর্মঘর ইউনিয়নে আয়লাবই এলাকার এলজিআরডি সড়কের আকাশমণি গাছটি নিয়মনীতি না মেনেই কর্তন করে নিয়ে গেলেন মনতলা ভূমি অফিসের তহসিলদার কুতুবউদ্দিন।
এব্যপারে জানতে চাইলে কুতুবউদ্দিন ফোন কলে জানান, মনতলা ভূমি অফিসের ফার্নিচার তৈরি কাজে জন্য এই গাছ কর্তন করেছি। গাছ কর্তনের ব্যাপারে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন স্যার অবগত আছেন। এ বিষয়ে মাধবপুর ভূমি কর্মকতা সাথে ফোন কলে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি আমি দেখতেছি।
মাধবপুর এলজিআরডি কর্মকতা জুলফিকার চৌধুরী সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন মনতলা ভূমি অফিসের তহসিলদার কুতুবউদ্দিন, কোন ক্ষমতার বলে এলজিআরডি রাস্তার গাছ কাটলেন তা আমি জানিনা এই বলে মুঠোফোন রেখে দেন।
Leave a Reply