হবিগঞ্জের মাধবপুর উপজেলার আল আমিন হোটের পাশে সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ মুখি পিক-অ্যাপ ও বিজয়নগর মুখি সিএনজি দূর্ঘটনায় এক জন নিহত ও দুই জন আহত হয়েছেন।ঘটনা স্হল হতে পিক-অ্যাপ চালক পালিয়ে যান।এতে পিক-অ্যাপ ও সিএনজি আল-আমিন হোটেলের পাশে রাখা হয়েছে বলে জানান স্হানীয়রা।
পরে স্হানীয় সূত্রে জানা যায় যে, পিক-অ্যাপটি মাছ নিয়ে সুতাং মাছের আরতে যাওয়ার সময় অপর দিক থেকে আসা সিএনজি সংঘর্ষ হয়েছে।এতে চালক সহ প্রথমত ৩ জনেই গুরুতরে আহত হয় এবং সঙ্গে সঙ্গে স্হানীয়রা ০৩ জন কে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার হয়।পরে কর্তব্যরত চিকিৎসক ১ জন কে মৃত ও দুই জন কে গুরুতরে আহত বলে জানান।
কিছু কন পরে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ঘটনাটি ভাইরাল হয় এতে সন্ধ্যান মিলে মৃত ব্যক্তির।এতে জানা যায় যে মৃত ব্যক্তি বিজয়নগর থানার হরুষপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের প্রবাসী মোঃ মোতালেব মিয়ার পুত্র মোঃ পিয়াস মিয়া(১৬)।তবে আহত দুই জনের পরিচয় এখনো জানা যায় নি।
এবিষয়ে মাধবপুর থানার ডিউটি অফিসার এ এস আই ইমরান জানান যে, আমরা এ পর্যন্ত কোনো ধরনের খবর পাইনি এবং কোনো ব্যক্তি আমাদের এবিষয়ে অবগত করেননি।
একি বিষয়ে মাধবপুর ট্রাফিক ইন্সপেক্টর মোঃ রমজান আলীর সাথে কথা হলে তিনি জানান যে,আমরা এবিষয়ে অবগত নয়।
পরে ঘটনাটির বিষয়ে শায়েস্তা হাইওয়ে থানার ওসি মোঃ মাইনুল এর সাথে কথা হলে তিনিও জানান আমরা এবিষয়ে অবগত নয়।
Leave a Reply