মোঃ নুরুল আমিন, জেলা ব্যুরো মানিকগঞ্জঃ- মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে।
উপজেলার আন্ধারমানিক মাঝিপাড়ায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এসময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, আপনি নিজেও পল্লী সঞ্চয় ব্যাংকের মালিক। আপনাদের ছেলেমেয়েদের খোঁজ রাখতে মাদক থেকে দূরে রাখতে হবে। মেয়েদের বাল্য বিবাহ দেয়া যাবেনা। সরকার আপনাদের সহায়তা দেয়া অব্যাহত রেখেছে তবে আপনাদের নিজেদের উন্নয়ন করতে হবে। এসময় আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক থেকে সহায়তা নেয়া নারীরা তাদের আর্থিক অবস্থার কথা জানান।
জেলা প্রশাসকের সফরসঙ্গী হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মানিকুজ্জামান, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ প্রমুখ।
Leave a Reply