কুষ্টিয়া,২রা জুলাই ২০২১ঃ//কুষ্টিয়ার মিরপুরে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মিরপুর থানা পুলিশ।শুক্রবার বেলা ১১টায় বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া ব্রিজ সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।
আটকৃত যুবকের নাম জাহিদ হাসান ইমন(২২)।সে বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের মৃত তৌহিদ মন্ডলের ছেলে বলে জানা গেছে।স্থানীয় সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার এসআই(নিঃ) শামীম সরদার জানতে পারেন যে,জাহিদ হাসান ইমন নামে এক যুবক মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে বলিদাপাড়া ব্রিজের নিকট অবস্থান করছে।
তিনি তার সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় বুধবার বেলা ১১টায় মাদক ব্যবসায়ী জাহিদ হাসান ইমনকে ধরতে অভিযান চালান।এসময় তাকে মাদক বিক্রির চেষ্টাকালে হাতেনাতে আটক করেন এবং তার কাছ থেকে নেশা জাতীয় ২০পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে,তাৎক্ষণিক জাহিদ হাসান ইমনকে গ্রেফতার করে মিরপুর থানায় হাজির করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মিরপুর থানার মামলা নং-০২, তাং-০২/০৭/২০২১, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ২৯(ক) রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।মিরপুর থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply