ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার :
রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে মানি একচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থ, বিদেশি অস্ত্র ও গাড়ি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ জুন) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি।
বিষয়টি নিয়ে আজ সংবাদ সম্মেলন করেছেন করেছেন ডিবির (দক্ষিণ) যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি জানান গত ২৭ মে মিরপুর-১০ নম্বর গোলচত্বর মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে ভুক্তভোগী ব্যবসায়ীকে গতিরোধ করেন ছয়জন। এরপর গুলি ছুড়ে ভুক্তভোগী ব্যবসায়ীর কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনার তদন্ত করে ডিবি। তদন্তের এক পর্যায়ে এ ছিনতাইয়ে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থ, বিদেশি অস্ত্র ও গাড়ি উদ্ধার করা হয়েছে।
এই কর্মকর্তা আরো জানান আটককৃতরা পেশাদার ডাকাত। রাজধানীর বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে। এছাড়াও সর্বশেষ ধানমন্ডি এলাকাসহ দুই এলাকায় ডাকাতির ঘটনায় তারা জড়িত বলে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়।
এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত বাকি অর্থ উদ্ধারে কাজ করছে পুলিশ।
Leave a Reply