মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বরগুনার আমতলী উপজেলার ৩০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করবেন আগামীকাল ২০ জুন (রবিবার)।
গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমতলীসহ দেশের বিভিন্ন উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দলিল হস্থান্তর ও বাড়ী প্রদান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। গৃহ প্রদানকে সামনে রেখে উপজেলার ৭টি ইউনিয়নে নির্মামাধীন গৃহগুলোর নির্মাণ কাজ চলছে দ্রæত গতিতে। এই উপজেলায় নির্মিত ৩০০ শতাধিক গৃহের মধ্যে অধিকাংশ গৃহের নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। কিছু গৃহের কাজ এখনো চলমান রয়েছে।
আজ (শনিবার) সরেজমিন উপজেলার কয়েকটি ইউনিয়নে গিয়ে দেখা গেছে, উদ্বোধনের জন্য ২০০ শতাধিক গৃহের কাজ সমাপ্ত করে প্রস্তুত করা হয়েছে। ওই সমাপ্ত হওয়া গৃহগুলোতে এখন চলছে রংয়ের কাজ যা আজ বিকেলে শেষ হয়ে যাবে। বাকী ১০০ গৃহের নির্মাণ কাজ চলমান রয়েছে। অল্প সময়ের মধ্যে ওই গৃহগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হবে। কুকুয়া ইউনিয়নে গৃহ পাওয়া উপকার ভোগীরা সাংবাদিকদের সামনে আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করেন এবং অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, মাননীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভূর নির্দেশনায় গৃহগুলো টেকসইয়ের জন্য এক নাম্বার ইট, বালি, ভাল কাঠ, ডেউটিন, দরজা জানালা যা যা সরকারের নির্দেশনা রয়েছে সব কিছু ব্যবহার করে গৃহগুলো নির্মাণ করা হয়েছে। গৃহপাওয়া কোন উপকারভোগী চাইলেই এ গৃহগুলো অন্যজনের কাছে বিক্রি কিংবা হস্থান্তর করতে পারবেনা।
Leave a Reply