
মুন্সীগঞ্জ ডিবি পুলিশের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।গতকাল বুধবার বিকালে সোয়া ৪টার দিকে মুন্সিগঞ্জ সদর থানার মিরকাদিম পৌরসভার পশ্চিম কাজী কসবা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কাজী কসবা এলাকার আওলাদ হোসেনের ছেলে মোহাম্মদ সিফাত হোসেন (২১) ও সালাউদ্দিন রাব্বির ছেলে রুদ্র মহাম্মদ শাহরিয়ার(২৩)কে আটক করে। তাদের কাছ থেকে ১০০০ গ্রাম (০১) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ ডিবি অফিসার ইনচার্জ মোজাম্মেল হক (মামুন) বলেন, আসামীরা দীর্ঘদিন যাবত মিরকাদিম পৌর এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। তারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলিয়া পরিচিত। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জের সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply