মুন্সীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে নানা কর্মসূচির আয়োজন করা হয়।সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে আলোচনাসভা, চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস।জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্ত মোঃ শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোঃ আবুল কালাম আজাদ ও সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল হাই তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হিরা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট শাহীন মোঃ আমান উল্লাহ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply