রাজশাহীতে দুই সাংবাদিকের নামে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে জাবেদ ও আবেদ গত কাল রাতে রাজীব চত্ত্বর হতে নতুন বিলসিমলা ঘোরা চত্ত্বনে গত ২৬ ফেব্রুয়ারী সমায় আনুমানিক রাত ০৯ টা ৩০ মিনিট মোঃ সাব্বির নামে এক কলেজ ছাত্রকে রাস্তায় ভেরিগেট দিয়ে অভিনবো কাদায় চাত্রকে মারধর করে গলায় থাকা সোনার চেন ও হাতের আন্টি ছিনতাই করে ও ছাত্রের ব্যবহৃত পালসার মটর বাইটি ছিনতাই এর সময় গাড়ি চাবি না পেয়ে মটর বাইকটি ভাংচুর করে এই বাহিনি সাথে সর্ব সময় প্রই ৮/১০ জানব নিয়ে দুই সহদর ভই মহরে তান্ডব চালিয়ে থাকে কলেজ ছাত্রকে জীবন নাশের হুমকি প্রদান করে যে আমাকে চিনিস আমি সরকারি দলের রাইট হ্যান দেশের আইন আমার ডান পকেটে আর দেশের পুলিশ আমার বাম পকটে সহধর ভাই জাবেদ বলেন আমি সেই জাবেদ বিরোধী দলের নেতা রাজশাহী বাসি আমাকে বোমা জাবেদ নামে চেনে ও জানে এই ব্যপারে যদি তুই কারও কাছে বা কোন ব্যক্তিকে বলিস তো তোর চৌদ্দপুরুষ কে বাড়ি ঘর সহ বোমা মেরে উড়িয়ে দেবো বলে প্রাণনাশের হুমকি প্রদান করে থাকে।
রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার জাবেদ এর বিরুদ্ধে বোমাবাজি, ছিন্তাই, চাঁদাবাজি সহ ডজন মামলা রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
তাদের বিরুদ্ধে সংক্লিষ্ট প্রশাসন যেন তদন্তপূর্বক
আইনগত ব্যবস্থা নেয় সে সুদৃষ্টি কামনা করছঃ-রাজশাহী মহানগরীর নিউ মার্কেট এর সামনে পূর্ব শুত্রুতার জের ধরে দেশীও অস্ত্র সস্ত্র দিয়ে তিন জনকে মারপিট করে আহত করেছে ছাত্রদল এর ক্যাডার ও কিশোর গ্যাংএর সদস্যরা। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিউ মার্কেট এলাকার সাইদ শেখ এর ছোট ছেলে রনি শেখসহ ছাত্রদল এর ক্যাডার ও কিশোর গ্যাংসহ অজ্ঞ্যাত নামা আরো তিন/চার জনকে আসামী করে বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দেয়া হলেও ঘটনার চার দিনেও কোন আসামী গ্রেফতার করেনি পুলিশ।
জানা যায়, নিউ মার্কেট এলাকার বাবুল হরদারের ছেলে বাবন(২২) মৃত বাবুর ছেলে সিজন(২১)ও মধুর ছেলে রিংকুকে পূর্ব শুত্রুতার জের ধরে দেশীও অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায় একই এলাকার সাইদ শেখ এর ছোট ছেলে রনি শেখসহ ছাত্রদল এর ক্যাডার ও কিশোর গ্যাংসহ অজ্ঞ্যাত নামা আরো তিন/চার জন। এ সময় রনি শেখের হাতে থাকা চাকু দিয়ে বাবনকে পেছনে পিঠের নিচে আঘাত করে। এ ছাড়াও কিশোর গ্যাংএর সদস্যরা এন্টিকাটার দিয়ে সিজন ও রিংকুকে আঘাত করে আহতদের কাছে থাকা ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাদের তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, নিউ মার্কেট এলাকার সাইদ শেখ এর বড় ছেলে রানা শেখ, ও ছোট ছেলে মো: রনি শেখ একটি কিশোর গ্যাং তৈরি করে নিউ মার্কেট এলাকায় চাঁদাবাজী সহ নানা আপকর্মের সাথে জড়িত। এ ছাড়াও নিউ মার্কেট এলাকার ফুটপাতের উপরে থাকা রাজশাহী সিটি কর্পোরশনের বিদ্যুৎ এর পুল থেকে অবৈধ ভাবে লাইন নিয়ে নিউ মার্কেট এলাকার বেশ কিছু দোকানে দিয়ে মাসিক চাঁদা তুলেন তারা বলে জানান তারা। এ বিষয়ে মাননীয় রাসিক মেয়ও ও আইনশৃক্ষলা রক্ষাকারী বাহীনির সদস্যদের দৃষ্টি আকর্ষন করেন তারা। এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শিরোইল ফাঁড়ির ইনর্চাজ এসআই আকবরকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply