
মোঃ সুজন আহাম্মেদ, সিনিয়র স্টাফ রিপোর্টার:
রাজশাহীর বাঘায় চরাঞ্চলকেন্দ্রিক অপরাধ দমনে বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধারসহ ১৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (০৯ নভেম্বর ২০২৫) ভোর থেকে দুপুর পর্যন্ত বাঘা থানার আতারপাড়া, মানিকের চর চকরাজাপুর কালিদাসখালী পাকুরিয়া ও পলাশী ফতেপুর এলাকায় অপারেশনস্ ফার্স্ট লাইট নামের এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উদ্ধার করা হয়েছে ৩টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ১টি খোসা, ২০ বোতল ফেন্সিডিল, ৫০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৫টি মোটরসাইকেল, একটি হাসুয়া ও একটি চাকু। গ্রেফতার ব্যক্তিরা হলেন— ১. মোঃ জালাল উদ্দিন, নূরনগর, বাঘা, রাজশাহী ২. মোঃ কামরুজ্জামান (৩৮), আশরাফপুর, বাঘা ৩. কবির উদ্দিন, চৌমাদিয়া, বাঘা ৪. খবির উদ্দিন, চৌমাদিয়া, বাঘা ৫. মোসা: মনোয়ারা খাতুন (৫০), কালিদাসখালী, বাঘা ৬. মোসা: মনিয়ম খাতুন (৪২), কালিদাসখালী, বাঘা ৭. মোঃ আনোয়ার হোসেন (৩৫), কালিদাসখালী, বাঘা ৮. মোঃ আলমগীর হোসেন (৩৭), খানপুর, বাঘা ৯. মোঃ আলম ইসলাম (১৮), চকরাজাপুর, বাঘা ১০. মোঃ আশরাফুল ইসলাম (৩০), খানপুর, বাঘা ১১. মোঃ বাচ্চু মন্ডল (৩৯), তালবাড়িয়া, দৌলতপুর, কুষ্টিয়া ১২. আওলাদ হোসেন, চৌমাদিয়া, বাঘা ১৩. মোঃ মিজানুর রহমান (২৬), পলাশী ফতেপুর, বাঘা। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নির্দেশে এবং অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) নওরোজ হাসান তালুকদারের তদারকিতে রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশ, র্যাব, আরআরএফ, এপিবিএন ও নৌ-পুলিশের কয়েকটি টিম অংশ নেয়। পুলিশ জানায়, বাঘা, নাটোরের লালপুর এবং পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক বাণিজ্য ও বালুমহাল দখলকে কেন্দ্র করে কয়েকটি সন্ত্রাসী সিন্ডিকেট সক্রিয় ছিল। স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মামলা রুজু হয়েছে।
Leave a Reply