শিরোনাম :
বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক। আখাউড়ায় উপজেলা দুই অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে দম্পতি আহত তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের উদ্যোগে ‎অর্থসহ ৫০০ কপি কুরআন বিতরণ পঞ্চগড়-১ আসনে এলডিপির প্রার্থী অধ্যক্ষ আনিস প্রধান বর্ণাঢ্য আয়োজনে ফরিদগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিজয়নগর উপজেলা ভোক্তা অধিকার প্রশাসন বিভিন্ন স্থানে বিশেষ অভিযান নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্রহ্মপুত্রের জলে ভাসলো নৃশংস হত্যার রহস্য পেট চিরে ভুঁড়ি বের করে পানিতে ফেলে হত্যা , কেরানীগঞ্জে দুই খুনে গ্রেফতার যৌক্তিক স্থানে সদর দপ্তরের দাবি, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উত্তর ফটিকছড়িবাসীর কোনাবাড়ীতে বিএনপির শ্রমিক সমাবেশে জনতার ঢল

রাজশাহীতে “নারী মুক্তি সংস্থা’র” সেই সুপার চিট বুলু ও তার সগযোগীদের নামে থানায় মামলা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৬২৬ বার পঠিত

জুয়েল আহমেদঃ- রাজশাহী মহানগরীতে পথ শিশু ভাতার নামে কয়েক কোটি টাকা আত্মসাৎকারী নারী মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক মোসাঃ শাহানারা বেগম বুলু ও তার প্রধান সহযোগী মোঃ শামীম হাসান অনতু এবং তার সহযোগীদের নামে মতিহার থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। মামলার বাদী মোসাঃ মুক্তি বেগম ও মোসাঃ বর্ণা খাতুন। মতিহার মামলা নং-৯ ও ১০। মামলার পর থেকে পুলিশ ও র‌্যাব সদস্যরা প্রতারকদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। ইতি মধ্যেই বেশ কয়েকজন প্রতারকের বাড়িতে হানা দিয়েছে পুলিশ ও র‌্যাব। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেন নি। গ্রেফতার এড়াতে প্রতারক শাহানারা বেগম বুলু ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

মামলার বাদী বাজে কাজলা এলাকার মুক্তি বেগম ও মোসাঃ বর্ণা খাতুন জানান, মতিহার থানার শামীম হাসান অনতু, শম্পা, বর্ণা, নিপা, জলি, আখি ও তাদের বস নারী মুক্তি সংস্থার শাহানারা বেগম বুলু’র নেতৃত্বে নগরীর মতিহার থানা এলাকায় প্রচার করে ৬ হাজার ৫০০ টাকা দিলে ৩ মাস পরে তিন কিস্তিতে দেয় হবে ৪০ হাজার টাকা। তাদের এমন প্রচারণায় সরল বিশ্বসে মহানগরীর মতিহার থানা এলাকাসহ বিভিন্ন ওয়ার্ডের দিনমুজুর, রিক্সা চালক, ভ্যান চালক, বাসাবাড়িতে কাজ করা নারী, গবির, অসহায় হতদরিদ্র পরিবারের কয়েক হাজার লোকজন বুলু তা তার সহযোগীদের ৬ হাজার ৫০০টাকা করে দেয়। কিন্তু ৩মাস তো দুরের কথা ৩ বছর পেরুলেও মিথ্যা আশ্বাস ছাড়া মিলছেনা কাঙ্খিত টাকা।

শুধু তাই নয় বুলু থাকেন ঢাকায়। ফোন দিলে আজ আসছি, এক সপ্তাহ পর আসছি। ১৫ দিন পরে তোদের সবার টাকা ফেরত দেয়া হবে। এমন মিথ্যা আশ্বাস আড়াই বছর ধরে অব্যাহত রেখেছে। যাকে বলে সুপার চিট।

এদিকে বুলু প্রধান সহয়োগী মতিহার থানার ধরমপুর এলাকার মৃত হাসেম আলীর ছেলে অনতু একাই চিট করেছেন ৬২০জন গ্রহকের মোট ৪০ লাখ ৩০ হাটার টাকা। এই মাদকাশক্ত চিটের কাছে গ্রাহকরা গেলে খারাপ ব্যবহার এবং গালিগালাজ করে। এর অগে ভুক্তভোগীদের দুইজকে মারধর করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নারী মুক্তি সংস্থা” নামক প্রতিষ্ঠানটি মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকায় অবস্থিত। এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোসাঃ শাহানারা বেগম (বুলু)।

নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকার ভুক্তভোগী মোসা: হাসি আকতার (২৫) ও কাটাখালী থানার মোহনপুর এলাকার মোসাঃ শিলা বেগম (২১) জানায়, তারা খুব গরিব মানুষ। স্বামী দিন মুজুর। গ্রাহক প্রতি ৫০০ টাকা হারে মাঠকর্মীদের দেবেন বুলু। এমন আশ্বাসে তার দুই সহযোগী হাদির মোড় এলাকার কামু ও তার বোন বুধপাড়ার এলাকার গৃহবধূ তানজিলা। তাদের কথায় সরল বিশ্বাসে হাসি ১০০ জন গ্রাহকের মোট ৬লাখ ৫ হাজার টাকা এবং শিলা ৭০জন গ্রহকের মোট ৪লাখ ৫৫ হাজার টাকা দেন বুলু, তানজিলা ও কামুর হাতে। কিন্তু তিন বছর ধরে টাকা না দিলেও দিচ্ছে মিথ্যা আশ্বাস। এদিকে গ্রহকদের অব্যাহত হুমকির মুখে তাদের জিবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এব্যাপারে তারা রাজপাড়া থানায় এবং পুলিশ কমিশনার বরাবর পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। তাতেও নেমে এসেছে বিপত্তি বুলু মুঠো ফোনে হুমকি ধামকি আর গালিগালাজ অব্যাহত রেখেছে হাসিকে। অভিযোগ তুলতে চাপ দিচ্ছে। সেই সাথে টাকা ফেরৎ দেবে না মর্মে হুমকি দিচ্ছেন তিনি।

কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য আনুযায়ী রাসিক ৩০টি ওয়ার্ড এবং এর বাইরে ইউনিয়ন পর্যায়ে লোক নিয়োগ দিয়ে পথ শিশু ভাতার নামে অসংখ্য মানুষের কাছে টাকা তুলেছেন বুলুর লোকজন। গ্রহক সংখ্যা ৪হাজার মুখে বললেও এর সংখ্যা কয়েকগুন বেশি। টাকার অংকটাও হবে কয়েক কোটি টাকা। অর্থাৎ নারী মুক্তি সংস্থার নির্বাহী সম্পাদক মোসাঃ শাহানারা বেগম ও তার সহযোগীদের সুপার চিট অখ্যা দিচ্ছেন ভুক্তভোগীরা।

জানতে চাইলে নারী মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক মোসাঃ শাহানার বেগম (বুলু) জানান, আমি মোট ৪ হাজার গ্রহকের টাকা পেয়েছি। অনতু নিয়েছে ৬২০ জনের ৪০ লাখ ৩০ হাজার টাকা। এই ভাতার টাকা দেবে বিদেশি সংস্থা। করোনার কারনে টাকা আটকে ছিলো। তবে এখন সমস্যা নাই। রমজান মাসেই সকল গ্রহকের ভাতার টাকা পরিশোধ করা হবে। ১বছর পালিয়ে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টাকাটা দ্রুত পাওয়ার জন্য ঢাকায় থাকছি। টাকা এ্যাকাউন্টে ঢুকলেই রাজশাহী ফিরবো বলে জানান তিনি।

মামলার বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার আলি তুহিন জানান, পথ শিশু ভাতার নামে টাকা নেয়ার বিষয়টি প্রাথমিক তদন্তে জানা গেছে। তাছাড়া এই টাকার বিষয়টিও দির্ঘদিনের। যার ফলে গরিব, অসহায় হতদরিদ্র লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

উল্লেখ্য, গত ১০ (এপ্রিল) বেলা ১১টায় মহানগরীর তালাইমারী ঠ্রফিক মোড়ে নারী মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক শাহানারা বেগম বুলু, অনতু, শম্পা, বর্ণার শাস্তির দাবিতে মানববন্ধন করেন শতাধিক ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com