শিরোনাম :
গলাচিপায় লাউগাছের চারা খাওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ১ শৈলকুপায় ফুলহরি গ্ৰামের হরিতলা মন্দিরে মূর্তি ভাঙচুর, সিসিটিভিতে দেখা গেল মনজের পাগল নামের মানসিক প্রতিবন্ধীকে ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ চার ফায়ার সার্ভিস কর্মী: দুইজনের অবস্থা সংকটাপন্ন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিগেড কমান্ডারের সাথে সরকারি কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত সৈয়দপুরে মহিলা জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত ডিমলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গাজীপুর মহানগরে নবগঠিত বাসন মেট্রো থানা মহিলা দলের সৌজন্য সাক্ষাৎ নওগাঁর মান্দায় কৃষি কর্মকর্তাকে ম্যানেজ করে সার সিন্ডিগেট মুক্তাগাছায় ৫দফা দাবিতে আদায়ে একই দিনে কর্মসূচি পালন করবে জামায়াত, খেলাফত ও ইসলামী আন্দোলন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত সেনা সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশ সেনাপ্রধান

রাষ্ট্রের স্বার্থেই সাংবাদিকদের সুরক্ষা দেওয়া উচিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১২১ বার পঠিত

ঢাকা, শনিবার, ২৪ মে,২০২৫ খ্রী: রাষ্ট্রের স্বার্থেই সাংবাদিকদের সুরক্ষা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। রাষ্ট্র যন্ত্রের মাঝে লুকিয়ে থাকা একটি চক্র চায়না সাংবাদিকরা সুরক্ষিত থাকুক। তিনি ২৪ মে শনিবার বিকালে রাজধানীর চিড়িয়াখানা রোডে মিরপুর প্রেস ক্লাবের ৩০ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে একথা বলেছেন। তিনি আরও বলেন, বিগত ৫৪ বছরে দেশের বহু সরকার হাজারো আইন প্রণয়ন করেছেন। কিন্তু সাংবাদিকদের সুরক্ষার জন্য একটি বিধিমালাও প্রণয়ন করেননি। আমরা সব সরকার দেখেছি, তারা কেউই চায়নি সাংবাদিকরা ভালো থাকুক, নিরাপদে থাকুক। সাংবাদিকরা অনিরাপদ রেখে লুটপাট চালায়। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে করনীয় অনেক। গণমাধ্যম এবং সাংবাদিকদেরকে রাষ্ট্রের সংকটময় মুহূর্তে রাষ্ট্রের পক্ষে, রাজনৈতিক দলীয় লেজুড়বৃত্তি ছেড়ে নিরপেক্ষ ভুমিকা পালন করা উচিত। গণমাধ্যম রাষ্ট্রের অপরিহার্য অনুষঙ্গ এটি কিন্তু ভুলে গেলে চলবেনা।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আর্থ সামাজিক উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়ে। সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এতে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা নিরপেক্ষ থাকবে, সমাজের নানা অসঙ্গতি নিয়ে তারা সংবাদ প্রকাশ করবেন। সাংবাদিকদের দাবি গুলো রাষ্ট্রকে বিবেচনা করা উচিত। এতে স্বাগত বক্তব্য রাখেন মিরপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম কাদের।

সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. আনোয়ার উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন চাটুকার সাংবাদিকরা বিভিন্ন দল গোষ্ঠীর হয়ে কাজ করে। তারা কখনো জনগণের পক্ষে সংবাদ প্রকাশ করে না। এরা শাসক গোষ্ঠীর মনোরঞ্জনের জন্য সংবাদ প্রকাশ করে। গণতান্ত্রিক, মানবিক সমাজ গঠন করতে হবে যে সমাজে সাংবাদিকদের মূল্যায়ণ করা হবে।

উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক, দি ইউনিভার্সিটি অব কুমিল্লার ডিন প্রফেসর ড. হানিফ খান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক ড. তাওহীদ হাসান, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজ, নায়ক যুবরাজ খান, মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া, সহ-সভাপতি মীর আক্তারুজ্জামান তারেক, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন, মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম,
ক্ষিলখেত প্রেস ক্লাবের সভাপতি স্বাধীন, সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল ইসলাম, কোনাবাড়ি থানা প্রেস ক্লাবের সালাউদ্দিন প্রমূখ।

সভায় ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সন্ধ্যার পরে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিনার পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com