
রিপন শান
সমকালীন বাংলা ও ইংরেজি সাহিত্যের নিবেদিত কবিতাকণ্ঠ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের জাতীয় নির্বাহী কমিটির মহাসচিব ব্যারিস্টার কবি সমাজকর্মী সাদিয়া আরমানকে সভাকবি (আড্ডার কবি) করে তাঁর জীবন ও কর্ম নিয়ে এক প্রীতি সাহিত্য আড্ডার আয়োজন করেছে দেশের শেকড়সন্ধানী সৃজনশীল সংগঠন শব্দকুঠি সাহিত্য অঙ্গন ।
আগামী ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পরিবাগে অবস্হিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিতব্য ৮০ তম শব্দকুঠি সাহিত্য আড্ডায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, শব্দকুঠি সাহিত্য অঙ্গনের সভাপতি তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন । শব্দকুঠি সাহিত্য অঙ্গনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি রোকসানা রহমানের পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠিতব্য মহতি এই আয়োজনে সভাকবি সাদিয়া আরমানের জীবন ও কর্ম নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করবেন- বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের চেয়ারম্যান সিনিয়র প্রভাষক সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি শান রিপন শান ।
মুল্যবান আলোচনায় অংশ নেবেন- বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক কবি আশফাকুজ্জামান , কবি ড. লিন্ডা আমিন , কবি গবেষক শিক্ষাবিদ রাশেদ চৌধুরী, কবি ড. মিজান রহমান, দৈনিক ভোরের দর্পণের সাহিত্য সম্পাদক কবি শাহ মতিন টিপু । অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন- বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের যুগ্ম মহাসচিব অভিনেতা ও কবি রেজাউর রহমান রিজভী, সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় গীতিকার নীহার আহমেদ, দৈনিক পুর্বাভাসের ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদী, সাউন্ডবাংলার নির্বাহী পরিচালক বিশিষ্ট অনুবাদক গবেষক শান্তা ফারজানা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির গাইড লেকচারার (জাতীয় নাট্যশালা) শিল্পী সুজন মাহবুব, মাধুর্য প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক প্রকাশক হাফেজ নুরুজ্জামান, মানচিত্র প্রকাশনীর পরিচালক দীপাশ আনোয়ার প্রমুখ ।
Leave a Reply