চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় ঈগল বাসের ধাক্কায় মোহাম্মদ রাকিব (২২) নামের এক
মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর আরোহী মোহাম্মদ আরিফ গুরুতর আহত হয়েছে। নিহত রাকিব সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের হাজারখীল এলাকার নুরুল ইসলামের পুত্র এবং আহত আরিফ একই এলাকার মো: জামাল হোসেনের পুত্র। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার পদুয়া সুইস পার্ক কমিউনিটি সেন্টার এর সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায় ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত মোহাম্মদ আরিফকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ রায়হান উদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছার পূর্বেই রাকিবের মৃত্যু হয়। আহত মোহাম্মদ আরিফের অবস্থা গুরুতর। তার অন্ডকোষের পাশের ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং মেরুদণ্ডে আঘাত পেয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লোহাগাড়া থানার এসআই মাসুদ আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply