মাদারীপুরের শিবচরে মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে রতন নামের ৮ বছরের এক শিশুকে শ্বাসরুদ্ধকরে হত্যা করা হয়েছ।একই সাথে থাকা ৯ বছরের ওপর শিশুটিকে ও
হত্যার উদ্দেশ্যে গলায় বৈদ্যুতিক তার পেচিয়ে
নির্মম ভাবে নির্যাতন করে গুরুতর আহত করা হয়।
আহত শিশুটির দেয়া তথ্য মতে মঙ্গলবার
(২১ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সীমানা এলাকা থেকে
হত্যাকারীকে গ্রেফতার ও নিহত শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত রতন উপজেলার কাদিরপুর ইউনিয়নের চরকান্দী গ্রামের জসিম মোল্লার ছেলে ও আহত সোহান একই গ্রামের নাসির শিককদারের ছেলে।
এবং ঘাতক মেহেদি (২০) একই এলাকার আনসু বেপারির মেয়ের ঘরের ছেলে। কিছু দিন হয় সে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসেছে।
মেহেদীকে গ্রেপ্তারপর সে হত্যার কারন হিসেবে লুডু খেলার মত তুচ্ছ ঘটনাকে উল্ল্যেখ করে।
পারিবারিক সুত্রে জানা যায়, মোবাইলে লুডু খেলা নিয়ে শিশু রতন ও সোহানের সাথে কথা কাটা কাটি হয় মেহেদির। তখন ওই দুই শিশু মেহেদীকে বকা দেয়। এই জের ধরে পরিকল্পনা করে ২১ শে সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে গ্রীল খাওয়ানোর প্রোলোভন দেখিয়ে শিশু রতন ও সোহানকে নিয়ে কাঁঠালবাড়ী ইউনিয়নের সীমানা পদ্মাসেতুর সংযোগ সড়কের ফোর লেনের ধারে নিয়ে আসে ঘাতক মেহেদি। এর পর সোহানকে খাবার আনার কথা বলে দূরে রেখে রতনকে রাস্তার ধারে নিয়ে
শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এর কিছুক্ষণ ওপর কাঁঠালবাড়ি ঘাট সংলগ্ন বালুর মাঠে নিয়ে সোহানের গলায় বৈদ্যুতিক তার পেচিয়ে হত্যার চেষ্টা চালায় ঘাতক মেহেদি। এসময় সোহানের চিৎকারে লোকজন জড়ো হলে ঘাতক মেহেদি পালিয়ে যায়। পরে সোহানকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল অানিসুর রহমান বলেন, সোহানের দেয়া তথ্য মতে আমরা এলাকাবাসীর সহযোগীতায় ঘাতক মেহেদিকে গ্রেফতার করেছি।
গ্রেফতারকৃতে দেয়া তথ্যে শিশুটি লাশ উদ্ধার করেছি। মেহেদি হত্যাকান্ডের কথা স্বীকার করেছর
Leave a Reply