১১ মার্চ ২০২১ ইং
মেয়েরা খুব খারাপ মেয়েরা খারাপ বলে, রাস্তাঘাটে অপরিচিতো ছেলেদের সাথে এমনকি ফেসবুকেও কথা বলতে ভয় পাই”!!!”
মেয়েরা খারাপ বলে,ফেসবুকে হাজারো মেসেজের ভিড়ে শুধু প্রিয় মানুষের মেসেজের জন্য অধির আগ্রহে অপেক্ষা করে”!!!”
মেয়েরা খারাপ বলে,প্রিয়মানুষ টার মুখে হাজারো বাজে কথা শোনার পরেও তাকে ছেড়ে দেয় না”!!!”
মেয়েরা খারাপ বলে,ক্ষনিকের ভালোবাসা তে সারাজীবনের নিঃস্বার্থ ভালোবাসাময়ী বাবা মা এর
ভালোবাসাকে তুচ্ছ করে দিয়ে নতুন স্বপ্নের সন্ধ্যানে পাড়ি জমায়”!!!”
মেয়েরা খারাপ বলে,বিয়ের পরে বরের মুখে হাজারো ঝাড়ি খাওয়ার পরে শুধু থেকে যাই একটু
ভালোবাসার আশাতে”!!!”
মেয়েরা খারাপ বলে,রমজান মাসে সারাদিন কষ্ট
করে রোজায় থাকার পরেও ইফতারের আগে
চুলাতে আগুন ধরায়ে রান্না শুরু ককরে দেয়,শুধু তার প্রিয় মানুষ গুলোর মন পাওয়ার জন্য”!!!”
মেয়েরা খারাপ বলে,এত কষ্ট করে ১০ মাস ১০
দিন সন্তান ধারন করে”!!!”
শুধু মাত্র একটা নতুন জীবনের আশাতে”!!!”
মেয়েরা খারাপ বলে,তার ছোট সন্তানের জন্য
মেতরের মতন কাজটাও কোনো দ্ধিধা ছাড়ায় হাসি
মুখেই করে ফেলে”!!!”
মেয়েরা খারাপ বলে,হাড়ির অবশিষ্ট ভাত টুকুও
আমাদের কে দিয়ে দিতে একটুও থেমে যাই না”!!!”
মেয়েরা খারাপ বলে,সন্তানের শুখের জন্য বরের কাছে প্রতিনিয়ত হাজারো মিথ্যা বলতে হয়”!!!”
শুধু সন্তান টার একটু সুখের জন্য”!!!”
মেয়েরা খারাপ বলে,নিজে না খেয়ে কষ্ট করে থাকে শুধু মাত্র আমরা যাতে পরবর্তিতে আরেকবার পেট ভরে খেতে পারি সেই জন্য”!!!”
মেয়েরা খারাপ বলে,একটা সংসার কে এত কষ্ট
করে শিউরে তুলতে পারে”!!!”
মেয়েরা খারাপ বলে,নিজের পাওয়ার ভিতরে না
প্রিয় মানুষগুলোকে দেওয়ার ভিতরেই সুখ খুজে
পাই”!!”
তারপরো বলি মেয়েরা খুব খারাপ তারা জীবন
নিয়ে খেলতে ভালোবাসে”!!”
একটা কথা বলি,একটা মেয়ে কখনো ইচ্ছে করে
কারো জীবন নিয়ে খেলা করে না”!!!”
খোজ নিয়ে দেখেন তার সাথে তার অতিতে এমন
কিছু ঘটেছে যার জন্য তাকে এমন পরিস্থিতির স্কিকার করতে বাধ্য করেছে”!!”
অনেক ভাই হয়তো ভাবতে পারেন আমি মেয়েদের হয়ে এমন ভাবে মেয়েদের কে সাপোর্ট করছি কেন.?”
কারন হলো আমিও যে এমনই একটা মেয়ের ( অনুসরন কপি)
গর্ভে জন্ম নিয়েছি”!!”
আর সেটা আর কেও না আমার মা”!!”
মেয়েরা বেশি কিছু চাই না শুধু একটু বিশ্বাস আর আর একটু পবিত্র ভালোবাসা”!!”
এতেই তারা খুশি,কারন আল্লাহ যে তাদের কে
নিঃস্বার্থী ভাবে তৈরি করেছে”!!”
মোঃ মোজাম্মেল হোসেন বাবু
স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ
Leave a Reply