 
																
								
                                    
									
                                 
							
							 
                    
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান এর তত্ত্বাবাধনে অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল এম, এম মোহাইমেনুর রশিদ, পিপিএম (সেবা) এর সার্বিক সহযোগীতায় অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা এর নেতৃত্বে এসআই/ মোঃ খবির হোসেন অভিযান ডিউটি পরিচালনা করিয়া গত রাত্রে অজ্ঞাত পাগলিকে ধর্ষণের অভিযোগে এলাকার লোকজন আটক করে থানা পুলিশকে খবর দিলে, থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে, উপস্থিত লোকজনের সম্মুখে জিজ্ঞাসাবাদে ধর্ষক ঘটনার সত্যতা স্বীকার করেন।
আটককৃত আসামী হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বড় ভেটখালী গ্রামের ওজিহার মোড়ল এর ছেলে মোঃ আইয়ুব আলী (৩৮)।
এসময় ভিকটিম পাগলিকে থানায় হাজির করে লিখিত এজাহার দায়ের করে শ্যামনগর থানায় একটি মামলা রেকর্ড হয়, মামলা নং- ২৬/২৩৭, তারিখ- ১৮/৬/২১, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধীনী/০৩) এর ৯ (১),
মামলায় আটক পূর্বক আসামীকে শুক্রবার (১৮ জুন) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply