কাজিম উদ্দিন ভূঁইয়া গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরের পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই মামলার আসামি। সন্ত্রাসী মোঃ শরিফ হোসেন( ৩৩) বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার ১৭ ই অক্টোবর দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রাম এলাকা থেকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। সর জমিনে জানা যায় উপজেলা কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের মইজুদ্দিন এর ছেলে।। তার নামে একাধিক মামলা রয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে নান্দিয়া সাঙ্গুন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ওজ এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply