খন্দকার জলিল : স্টাফ রিপোর্টার
সংগঠনের নীতি ও শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কার করেছে।
জানা গেছে, ইউনিয়নের সাবেক শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক সাগর হোসেন দুধা-কে ১৯ আগস্ট সোমবার বহিষ্কার করা হয়। এ বিষয়ে গলাচিপা উপজেলা শ্রমিক অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. রুবেল মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার সাথে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে যোগাযোগ না করার জন্য নির্দেশ দেওয়া হলো।
অন্যদিকে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. দাদন দালাল-কে একই তারিখে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. আতাউর রহমান দুলাল ও সদস্য সচিব মো. রিয়াজুল ইসলাম এর নির্দেশে সদস্য সচিব রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সংগঠনের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, গণ অধিকার পরিষদ সবসময় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অনড়। দলের ভাবমূর্তি রক্ষায় এবং সৎ ও ত্যাগী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে যেকোনো ধরণের শৃঙ্খলাভঙ্গ বা অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দলীয় ভাবমূর্তির পরিপন্থী কর্মকাণ্ডে যুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।
স্থানীয় নেতারা বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে গলাচিপায় সংগঠন আরও শৃঙ্খলাবদ্ধ ও গতিশীল হবে এবং তৃণমূলের কর্মীরা নতুন উদ্যমে দলের কর্মকাণ্ডে অংশ নেবেন।
Leave a Reply